Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত সমিতির নারী উদ্যোক্তাদের বেসিক কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রশিক্ষণ” শীর্ষক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য প্রেরণ
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

রায়গঞ্জ, সিরাজগঞ্জ ।

 

 

   স্মারক নং-৩২.০১.৮৮৬১.০০০.১৮.০০১.১৯-                                   তারিখ ঃ  ০৭ /১০/১৯ খ্রিঃ 

 

বিষয় ঃ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িতব্য “ মহিলা বিষয়ক অধিদপ্তরের  নিবন্ধনকৃত সমিতির নারী  উদ্যোক্তাদের বেসিক কম্পিউটার ও আইসিটি বিষয়ে  প্রশিক্ষণ” শীর্ষক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে  তথ্য প্রেরণ প্রসঙ্গে ।

 

 সূত্র ঃ   ৩২.০১.০০০০.০০৩.১৪.০৯৪.১৯-৬০২                                                     তারিখ ১৭/০৯/২০১৯ 

 

 

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সদয় অবহিত করা যাচ্ছে যে, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িতব্য “ মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত সমিতির নারী উদ্যোক্তাদের বেসিক কম্পিউটার ও আইসিটি বিষয়ে  প্রশিক্ষণ” শীর্ষক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আপনার সমিতির  যে সকল নারী উদ্যোক্তাদের বয়স ১৮-৩৫ বছরের মধ্যে ,শিক্ষাগত যোগ্যতা এস.এস. সি বা সমমানের এবং যারা এ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক তার একটি তালিকা সংযুক্ত ছক পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র (ভোটার আইডি কার্ড এবং এস.এস. সি বা সমমানের সার্টিফিকেটের ফটোকপি )  সহ আগামী ১০ অক্টোবর/২০১৯ খ্রিঃ তারিখের মধ্যে নি¤œস্বাক্ষরকারীর কার্যালয়ে প্রেরণের জন্য অনুরোধ করা হলো ।  

 

                                                                                                  (খাদিজা নাছরিন)

                                                                                               উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

প্রাপক ঃ                                                                                                 রায়গঞ্জ, সিরাজগঞ্জ ।

            সভানেত্রী / সম্পাদিকা

 

-------------------------------------

-------------------------------------

          রায়গঞ্জ, সিরাজগঞ্জ ।

 

স্মারক নং-৩২.০১.৮৮৬১.০০০.১৮.০০২.১৯-                                   তারিখ ঃ  ০৭ /১০/১৯ খ্রি ঃ

অনুলিপি  সদয় অবগতি জন্য প্রেরণ  করা  হলো ঃ

১।  চেয়ারম্যান,উপজেলা পরিষদ,রায়গঞ্জ,সিরাজগঞ্জ।

২।  উপজেলা নির্বাহী অফিসার,রায়গঞ্জ,সিরাজগঞ্জ।

৩।  উপ - পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর,সিরাজগঞ্জ।

৪। চেয়ারম্যান  ,  ---------------------- পরিষদ , রায়গঞ্জ,সিরাজগঞ্জ।

৫।  অফিস নথি।

                                                                                

                                                                                           উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

                                                                                                    রায়গঞ্জ,সিরাজগঞ্জ।

 

প্রকাশের তারিখ
01/10/2019
আর্কাইভ তারিখ
31/12/2019